Ajker Patrika

৬ দিন পর কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু 

কক্সবাজার প্রতিনিধি
৬ দিন পর কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু 

৬ দিন বন্ধ থাকার পর কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে আন্তনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল সোমবার কক্সবাজার-চট্টগ্রাম রুটে ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ের সূত্রমতে, চলতি বন্যায় ফেনী অঞ্চলে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম–ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ট্রেনলাইন থেকে পানি নেমে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী আজকের পত্রিকাকে জানান, মঙ্গলবার রাত ৮টায় আন্তনগর ‘পর্যটক এক্সপ্রেস’ট্রেন চলাচল শুরু হলেও ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত