Ajker Patrika

ভাতিজার কোলে চড়ে ভোট দিলেন চাচা 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ভাতিজার কোলে চড়ে ভোট দিলেন চাচা 

নব্বইয় বছরের বৃদ্ধ আবদুল কুদ্দুস। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। বয়সের ভারে হাঁটা-চলা করতে পারে না। তাই ভাতিজার কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে যান তিনি। ভোট দিতে পেরে আনন্দিত এই বৃদ্ধ। আজ বুধবার বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

আবদুল কুদ্দুস বলেন, ‘ভাবিনি জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থ শরীর নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারব। আমারও ইচ্ছে ছিল জীবনে প্রথম ইভিএমে ভোট দেওয়ার। ভাতিজাদের সাহায্যে ভোটকেন্দ্র গেলাম এবং ভোট দিলাম। পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি।’

ভাতিজা খাইরুল ইসলাম বলেন, ‘চাচা অনেক বছর শিক্ষকতা করেছেন। শেষ বয়স হলেও চাচার ভোটাধিকার প্রয়োগ করাতে পেরে চাচাও খুশি এবং আমরাও তৃপ্ত।’

কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকাল থেকে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় এই প্রবীণ শিক্ষক অসুস্থ শরীর নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।

খাড়েরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ভোট গণনা চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত