Ajker Patrika

ট্রেনে পাথর নিক্ষেপকারীদের চিহ্নিত করতে স্থানীয়দের সহযোগিতা চাইল রেল পুলিশ

প্রতিনিধি, চট্টগ্রাম
Thumbnail image

ট্রেনে যারা পাথর নিক্ষেপ করে তাঁদের বিষয়ে তথ্য দিতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে রেল পুলিশ। পাশাপাশি ট্রেনে চোরাচালান ও মাদকদ্রব্য পরিবহনের বিষয়ে কোন সংবাদ গোপন না করে তা জানাতে আহ্বান জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে স্টেশনে ওপেন হাউস ডে সভা ও ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং সভায় এসব আহ্বান জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

হাছান চৌধুরী বলেন, 'রেলওয়ে স্টেশন এবং রেললাইনের আশপাশের স্থানীয় লোকজন ট্রেনে পাথর নিক্ষেপ এবং চোরাচালান ও মাদকদ্রব্য পরিবহন বন্ধে বড় ভূমিকা রাখতে পারে। তাঁরা তথ্য দিয়ে রেল পুলিশকে সহায়তা করলে অনেক অপরাধ ও দুঃখজনক ঘটনা কমবে। রেলওয়ে জেলা পুলিশ চট্টগ্রাম এরই মধ্যে বিভিন্ন রেল স্টেশন ও স্টেশন এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর কাজ করেছে। এই কার্যক্রম চলমান থাকবে।'

সভায় স্থানীয় সাংবাদিক, রেলওয়ে কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রেলওয়ে পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত