Ajker Patrika

পটিয়ায় ছাত্রলীগের সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় ছাত্রলীগের সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নতুন কমিটির মেয়াদ সাত দিন না পেরোতেই পটিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ পটিয়া উপজেলা শাখার সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই (শনিবার) ছাত্রলীগের পটিয়া উপজেলা শাখার এ জরুরি কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন, কলেজ, ওয়ার্ড ও স্কুল শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এ ব্যাপারে পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল জানান, উপজেলার আওতাধীন প্রায় শাখায় একাধিক কমিটি থাকায় জেলা নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে পটিয়া উপজেলার আওতাধীন সব গুলো কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব সাংগঠনিক শাখা সমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরাফাত শাকিলকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে ১৩৫ জন বিশিষ্ট পটিয়া উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। এর ঠিক এক মাস আগে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন জেলা ছাত্রলীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত