Ajker Patrika

ফুটবল তুলতে গিয়ে কর্ণফুলী নদীতে কলেজছাত্র নিখোঁজ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ফুটবল তুলতে গিয়ে কর্ণফুলী নদীতে কলেজছাত্র নিখোঁজ

কর্ণফুলী নদী থেকে ফুটবল তুলতে গিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে মো. মিনহাজ নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার পূর্ব কালুরঘাট সেতুর নিচে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ ওই ছাত্র পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ডের মাহমুদুল হকের ছেলে। তিনি বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতুর নিচে ফেরি ঘাটে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল নিখোঁজ মো. মিনহাজ (১৯)। ফুটবলটি নদীতে পড়লে তিনি তা তুলে আনতে যান। এ সময় নদীর স্রোতের তোড়ে তিনি তলিয়ে যান। 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের ডুবুরি দল আগ্রাবাদ থেকে ঘটনাস্থলে আসলেই উদ্ধার কার্যক্রম শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত