সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তিন হাজার কেজি পচা চা জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় অভিযান চালান বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।
অভিযানে ব্যবসায়ী আসিফুর রহমানের মালিকানাধীন আরেকটি গুদাম থেকে ৩ হাজার কেজি দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ করা হয়। তবে আসিবুর রহমান পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে গত রোববার দুপুরে একই মালিকের আরেকটি গুদাম থেকে দেড় হাজার কেজি পচা চা জব্দ করা হয়।
বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন জানান, বানুর বাজার চৌধুরী কমিউনিটি সেন্টারের নিচে একটি গোডাউনে পচা চা রাখেন আসিবুর রহমান আসিফ। দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠান আসিফ ব্রাদার্সের নামে চা বাজারজাত করতেন। তিনি ক্রেতাদের অন্য ভালো ব্র্যান্ডের চা দেখিয়ে অর্ডার নিতেন। কিন্তু সাপ্লাই করতেন পচা-মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত চা। এমন অভিযোগ পেয়ে গত রোববার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী বানুর বাজারে থাকা তাঁর গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউনে থাকা মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত তিন হাজার কেজি চা জব্দ শেষে জনসমক্ষে তা ধ্বংস করা হয়।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন আরও জানান, আজ ফের তাঁর মালিকানাধীন আরেকটি গোডাউনে অভিযান চালিয়ে তিন হাজার কেজি চা জব্দ করা হয়েছে। জব্দ করা চাগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তিন হাজার কেজি পচা চা জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় অভিযান চালান বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।
অভিযানে ব্যবসায়ী আসিফুর রহমানের মালিকানাধীন আরেকটি গুদাম থেকে ৩ হাজার কেজি দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ করা হয়। তবে আসিবুর রহমান পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে গত রোববার দুপুরে একই মালিকের আরেকটি গুদাম থেকে দেড় হাজার কেজি পচা চা জব্দ করা হয়।
বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন জানান, বানুর বাজার চৌধুরী কমিউনিটি সেন্টারের নিচে একটি গোডাউনে পচা চা রাখেন আসিবুর রহমান আসিফ। দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠান আসিফ ব্রাদার্সের নামে চা বাজারজাত করতেন। তিনি ক্রেতাদের অন্য ভালো ব্র্যান্ডের চা দেখিয়ে অর্ডার নিতেন। কিন্তু সাপ্লাই করতেন পচা-মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত চা। এমন অভিযোগ পেয়ে গত রোববার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী বানুর বাজারে থাকা তাঁর গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউনে থাকা মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত তিন হাজার কেজি চা জব্দ শেষে জনসমক্ষে তা ধ্বংস করা হয়।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন আরও জানান, আজ ফের তাঁর মালিকানাধীন আরেকটি গোডাউনে অভিযান চালিয়ে তিন হাজার কেজি চা জব্দ করা হয়েছে। জব্দ করা চাগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।
পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লেগে শাকিব (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খান বাড়িসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত মোবারক হোসেন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে রিনা আক্তার মনিরা নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে হওয়ায় তাকে স্কুলের প্রধান শিক্ষক ক্লাস থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মহেশপুরের ভারত সীমান্তবর্তী স্বরুপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
১৬ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছি
২৪ মিনিট আগে