Ajker Patrika

কাপ্তাইয়ে টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছায় কাজ করছে যুব রেড ক্রিসেন্ট  

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
কাপ্তাইয়ে টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছায় কাজ করছে যুব রেড ক্রিসেন্ট  

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত ১৮ সদস্য বিশিষ্ট একটি টিম। দেশে টিকা কার্যক্রম শুরু হওয়ার প্রথম থেকেই (২০২১ সালের ৭ ফেব্রুয়ারি) এই টিম কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই হতে ২য় পর্যায়েও একইভাবে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে হাসপাতালের টিকা কার্যক্রমে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মী, টিকাপ্রার্থীদের বিভিন্ন সহায়তা করে আসছেন। এই ছাড়া এই টিমটি কাপ্তাই উপজেলা প্রশাসনের সঙ্গে করোনা সংক্রমণরোধে নানা প্রচার প্রচারণা কার্যক্রমে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন। 

গত সোমবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা টিকা নিতে আসা মানুষদের আইডি কার্ড চেক, মোবাইলের এসএমএস চেক, টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন, লাইন আপ ঠিক রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলতে সহায়তা করাসহ জনগণকে টিকা গ্রহণ পর্যন্ত সময়কাল ধরে সাহায্য সহযোগিতা করছেন।
 
কাপ্তাই উপজেলা প্রশিক্ষিত ১৮ সদস্যবিশিষ্ট এই টিমকে ফোকাল হিসেবে লিড দিচ্ছেন কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্টের জনসংযোগ এবং পরিকল্পনা বিভাগের প্রধান ফাহিম ফয়সাল সাকিব। তিনি জানান, আমাদের ১৮ সদস্যের একটি টিম স্বাস্থ্য বিভাগের সঙ্গে টিকা প্রদান কার্যক্রমে অংশ নিয়ে জনগণকে সহায়তা করে আসছেন।
 
কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা ওসমান গনি জানান, আমাদের টিমটা টিকা প্রদান কার্যক্রমসহ করোনা সংক্রমণরোধে উপজেলা প্রশাসনের সঙ্গে কাপ্তাইয়ের বিভিন্ন জনবহুল স্থানে সচেতনতামূলক প্রচার কার্যক্রম করছেন। 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, উপজেলা সদর হাসপাতালে এখন টিকা নিতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন। এই অবস্থায় আমাদের সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়ে এই বিশাল চাপ নেওয়া সত্যিই দুরূহ। তা ছাড়া সেবা দিতে গিয়ে ইতিমধ্যে আমাদের অনেক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। কাপ্তাই যুব রেড ক্রিসেন্টের সদস্যরা এই সংকটকালীন মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই কার্যক্রম প্রশংসনীয়।
 
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান যুব রেড ক্রিসেন্টের সদস্যদের কার্যক্রমের প্রশংসা করে বলে, এই সংকটকালীন মুহূর্তে তাঁরা সব সময় আমাদের পাশে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত