Ajker Patrika

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে জাতিসংঘ: নোয়েলিন হেইজার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে জাতিসংঘ: নোয়েলিন হেইজার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেইজার। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে প্রথমে তিনি বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

দিনব্যাপী পরিদর্শনে ক্যাম্পে পরিচালিত জাতিসংঘের অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘের এই প্রতিনিধি। পরে, হেইজারের এই সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনএইচসিআরের মুখপাত্র পোর্টিলা রেজিনা।

পোর্টিলা রেজিনা বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। যা নোয়েলিন হেইজারের সফরে গুরুত্ব পাচ্ছে।’

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেইজারের বাংলাদেশ সফর নিয়ে বিশ্লেষকেরা বলছেন, তার এই সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে।

গতকাল সোমবার চার দিনের সফরে ঢাকায় পৌঁছান নোয়েলিন হেইজার। মহাসচিবের দূত হিসেবে নিয়োগের পর গত সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে এলেন। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ সংশ্লিষ্ট সফরসঙ্গীরা এ সময় হেইজারের সঙ্গে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত