Ajker Patrika

সরকারের পদত্যাগে সবাইকে ঢাকায় যেতে বলল হেফাজত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২২: ১৫
সরকারের পদত্যাগে সবাইকে ঢাকায় যেতে বলল হেফাজত

সরকারকে পদত্যাগে বাধ্য করতে ছাত্র–জনতার ডাকে সাড়া দিয়ে সবাইকে ঢাকায় যেতে বলেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এই আহ্বান জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহি।

বাবুনগরী বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশের বীর ছাত্র–জনতা এক দফার “ঢাকা চলো” কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দলমত–নির্বিশেষে সবাই আগামীকাল সোমবার ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এত দিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে; গণহত্যা চালিয়ে মানুষের শান্তি ও সমৃদ্ধি ধ্বংস করেছে; আমাদের জিম্মি করে আধিপত্যবাদের গোলাম বানানোর চেষ্টা করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।’

বাবুনগরী আরও বলেন, ‘৫ মে গণহত্যার আগুন আজও আমাদের বুকে দাউদাউ করে জ্বলছে। তখনো বহু লাশ গুম করা হয়েছিল। বন্দুকের নলের মুখে শহীদের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শহীদদের মৃত্যু নিয়ে সংসদে জঘন্য তামাশা ও মিথ্যাচার করা হয়েছিল। 

‘কিন্তু আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। শত জেল-জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করে এত দিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর। এই স্বৈর-রাজত্বে একের পর এক গণহত্যা হয়েছে। কোটা আন্দোলনকারী নিরীহ শিক্ষার্থীদের ওপরও গণহত্যা চলছে। 

‘এই গণহত্যাকারী জালিম শক্তিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তাই সবাইকে বাঁচতে হলে, ন্যায়বিচার পেতে হলে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে ছাত্র–জনতার সঙ্গে রাজপথে শামিল হওয়ার কোনো বিকল্প নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত