Ajker Patrika

টিকিটসহ র‍্যাবের হাতে আটক রেলের নিরাপত্তাবাহিনীর ২ সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২: ৫০
Thumbnail image

সোনার বাংলা ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করার সময় রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) দুজনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৭। সোমবার রাতে চট্টগ্রাম স্টেশন থেকে তাঁদের আটক করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়। 

র‍্যাব জানায়, এই দুজনের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সোনার বাংলা ট্রেনের ৯টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিট তাঁরা বেশি দামে কালোবাজারে বিক্রি করার জন্য চেষ্টা করছিল। 

আটক দুজন হলেন- চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত হাবিলদার মো. রবিউল ইসলাম ও সিপাহি মো. ইমরান। আরএনবির সহকারী কমান্ড্যান্ট সত্যাজিত দাশ আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

গত কয়েক মাস আগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন টিকিট কালোবাজারি নিয়ে ‘টিকিট কালোবাজারিতে জড়িত রেলের কর্মচারীরাই’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন করে আজকের পত্রিকা। ওই প্রতিবেদনে রেলের আরএনবির সদস্য ছাড়াও বুকিং সহকারী ও একজন স্টেশন মাস্টার কালোবাজারিতে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপরপরই জড়িত আরএনবির সদস্যদের বদলি করা হলেও রেলওয়ের কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত