Ajker Patrika

২৪ একরের ডিপোতে ছিল প্রায় সাড়ে ৪ হাজার কনটেইনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জুন ২০২২, ১৫: ১৫
২৪ একরের ডিপোতে ছিল প্রায় সাড়ে ৪ হাজার কনটেইনার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ হওয়া বিএম ডিপোটি ২৪ একরের। এই ডিপোতে প্রায় ৪ হাজার ৩০০ কনটেইনার ছিল। এর মধ্যে ৩ হাজার কনটেইনার ছিল খালি। বিএম ডিপোর ম্যানেজার নাজমুল আকতার খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল আকতার বলেন, এসব কনটেইনারের মধ্যে ৪৫০টি আমদানি এবং ৮০০-এর মতো রপ্তানি কনটেইনার ছিল। মূলত পোশাক ও খাদ্যপণ্য রপ্তানির জন্য ছিল এসব কনটেইনার। পোশাকের কনটেইনারে আগুন লাগলেও তা ছড়িয়ে যেতে পারে। সেটাই হয়েছে। 

ডিপোর ম্যানেজার জানান, রাসায়নিক পণ্যের কনটেইনার আলাদা রাখা হয়। তবে কত রাসায়নিক কনটেইনার ছিল তা জানা নেই। 

নাজমুল আকতার বলেন, সরকারের কাছে আহ্বান জানাই, পুরো তদন্ত হোক, তাহলে কী হয়েছে তা জানা যাবে। 

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। ওই সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও অনেকগুলো ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কনটেইনার ডিপোর আশপাশের তিন থেকে চার কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। কনটেইনারে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও র‍্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে কাজ করছেন।

এ ছাড়া চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত