Ajker Patrika

রামগঞ্জে আগুনে পুড়ল দোকান 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৮: ৪৭
রামগঞ্জে আগুনে পুড়ল দোকান 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজারের খাদিজা কনফেকশনারি অ্যান্ড বার্গার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার বেলা দেড়টায় জুমার নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় মসজিদে আগত মুসল্লিরা জানান, যখন জুমার নামাজ শুরু হয়, তখন শিশুরা সমিতির বাজার মো. মুরাদ হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করে। নামাজ শেষ করে মসজিদের মুসল্লিরা স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খাদিজা কনফেকশনারি অ্যান্ড বার্গার দোকানের সব মালামাল পুড়ে যায়। 

বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, ‘নামাজের কারণে পুরো বাজারের দোকানপাট বন্ধ ছিল। যদি আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব না হতো, তাহলে বাজারের অধিকাংশ দোকানপাট পুড়ে ছাই হয়ে যেত।’

দোকানের মালিক মুরাদ হোসেন বলেন, ‘ঋণ করে দুই মাস আগে দোকান মেরামতসহ মালামাল তুলেছি। স্বপ্ন দেখেছি কিছু করে সংসার চালাব। আজ বিদ্যুতের মিটার থেকে সংঘটিত আগুনে আমার সব শেষ। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে এবং স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছি, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মসজিদের মুসল্লিরা থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত