কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় সিগারেটের আগুনে দগ্ধ হয়ে আরিফুল ইসলাম জয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর জয়।
চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ মাহিন (১৭) নামে আরও এক কিশোর। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক পাঁচসিকদার বাড়ি এলাকার শেখ টাওয়ারে রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাস সিলিন্ডারের স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।
জয় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের মোহাম্মদ সোলাইমানের ছেলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জয়। সে উপজেলার বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করত এবং ফুপাতো ভাই সম্পর্কে নুরুল আবছারের এনএ টেলিকমে সহযোগিতা করত।
মোহাম্মদ মাহিন (১৬) বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। সে চাতরী ইউনিয়নের একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকে।
জয়ের মামাতো ভাই নুরুল আবছার বলেন, ‘প্রতিদিনের মতো আমি রোববার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাসের সিলিন্ডার রাখা পাশের দোকানের ভেতর থেকে চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি দোকানের ভেতর থাকা আমার ফুপাতো ভাই জয় আর মাহিন আগুনে পুড়ে গেছে।’
নুরুল আবছার আরও বলেন, ‘রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারগুলোতে কোনো গ্যাস ছিল না। তারা দুজনই স্টোর রুমের মধ্যে সিগারেট খাচ্ছিল। আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় জয়ের। অপরজন চিকিৎসাধীন।’
আজ দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুজনকে দগ্ধ অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে এবং আরেকজন চিকিৎসাধীন।’
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘ঘটনাস্থল ওসি পরিদর্শন করেছেন এবং আমিও ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
চট্টগ্রামের আনোয়ারায় সিগারেটের আগুনে দগ্ধ হয়ে আরিফুল ইসলাম জয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর জয়।
চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ মাহিন (১৭) নামে আরও এক কিশোর। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক পাঁচসিকদার বাড়ি এলাকার শেখ টাওয়ারে রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাস সিলিন্ডারের স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।
জয় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের মোহাম্মদ সোলাইমানের ছেলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জয়। সে উপজেলার বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করত এবং ফুপাতো ভাই সম্পর্কে নুরুল আবছারের এনএ টেলিকমে সহযোগিতা করত।
মোহাম্মদ মাহিন (১৬) বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। সে চাতরী ইউনিয়নের একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকে।
জয়ের মামাতো ভাই নুরুল আবছার বলেন, ‘প্রতিদিনের মতো আমি রোববার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাসের সিলিন্ডার রাখা পাশের দোকানের ভেতর থেকে চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি দোকানের ভেতর থাকা আমার ফুপাতো ভাই জয় আর মাহিন আগুনে পুড়ে গেছে।’
নুরুল আবছার আরও বলেন, ‘রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারগুলোতে কোনো গ্যাস ছিল না। তারা দুজনই স্টোর রুমের মধ্যে সিগারেট খাচ্ছিল। আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় জয়ের। অপরজন চিকিৎসাধীন।’
আজ দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুজনকে দগ্ধ অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে এবং আরেকজন চিকিৎসাধীন।’
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘ঘটনাস্থল ওসি পরিদর্শন করেছেন এবং আমিও ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
৪ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
৪ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৬ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৭ ঘণ্টা আগে