Ajker Patrika

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
নাছির উদ্দিন। ছবি: সংগৃহীত
নাছির উদ্দিন। ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার (২ জুন) সকালে শান্তিনগর তাঁর মেয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।

ঢাকার কদমতলী থানা-পুলিশ জানায়, গত বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছেন আমরা জানতে পেরেছি। তাঁর বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় মামলা আছে জেনেছি। তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কিনা, খোঁজ নেওয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত