Ajker Patrika

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ০৩
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু 

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাকরি শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে মো. সালাউদ্দিন (৫৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সালাউদ্দিন ফৌজদারহাট এলাকার মৃত লেদু মিয়ার ছেলে। সে সীমা স্টিল নামক স্থানীয় একটি রড তৈরির কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রেন ফৌজদারহাট রেললাইন এলাকা অতিক্রমকালে অসাবধানতাবশত সালাউদ্দিন ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদারহাট জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান আলী। তিনি বলেন, ঢাকামুখী আপ লাইনে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। বিষয়টি তাঁরা জানার পর দুর্ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তাঁর আগেই এলাকাবাসী লাশটি নিয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত