Ajker Patrika

৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫৮
৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে সুজন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাঁচ বছরের সাজা এড়াতে প্রায় ১৫ বছর বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন গণিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন মাদক কারবারি সুজন। পরে তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের পর কয়েক মাস কারাভোগের পর জামিনে যান তিনি। পরবর্তী সময় ওই মামলায় সুজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় দেওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামি একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত। আজ দুপুরে তাঁকে গ্রেপ্তারের পর বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত