Ajker Patrika

গ্যাসলাইট চুরির অভিযোগে শিশুকে মারধর, পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ জুন ২০২৩, ১৮: ১৩
গ্যাসলাইট চুরির অভিযোগে শিশুকে মারধর, পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে গ্যাসলাইট চুরির অভিযোগ তুলে শিশুকে মারধরের অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় তাকে বরখাস্তের আদেশ দেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল হলেন মো. শওকত। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি মুখপাত্র স্প্রীনা রানী প্রামাণিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে উনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধরের একটি ভিডিওতে দেখা গেছে, একটি দোকানের ভেতর ঢুকে পুলিশ কনস্টেবল শওকত এক পথ শিশুকে ধরে একের পর এক থাপ্পড় মারছেন। 

এ সময় ওই পুলিশ সদস্যের মুখে সিগারেটও ছিল। শিশুটির কান্না দেখে আশপাশে লোকজন পুলিশ সদস্যকে থামতে বললেও তিনি কারও কথা না শুনে ক্রমাগত শিশুটিকে মারতে থাকেন। 

মারধরের এই ঘটনাটি ছিল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন টাইগার পাস মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি চায়ের দোকানের ভেতর।

চট্টগ্রামে কর্মরত সাংবাদিক আবু সায়েদ মোহাম্মদ তামান্না মারধরের ওই ভিডিও ধারণ করেছিলেন। তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘টাইগারপাস মোড়ে তিনি এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ কনস্টেবল শওকত একটি দোকানের ভেতর ঢুকে ওই শিশুটিকে মারধর করতে থাকেন। তাঁর অভিযোগ ছিল ট্রাফিক বক্স থেকে শিশুটি গ্যাস লাইট চুরি করেছে। পরে আমিসহ অন্যরা মিলে উনাকে (পুলিশ) বাধা দেই। কিন্তু তিনি কোনো কথা না শুনে ক্রমাগত শিশুটিকে চড় থাপ্পড় মারতে থাকে। মনে হচ্ছিল উনি শিশুটিকে মেরেই ফেলবেন। একপর্যায়ে আমি ঘটনাটির ভিডিও ধারণ করি। একপর্যায়ে উনি শিশুটিকে ছেড়ে দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত