Ajker Patrika

কাউন্সিলর থেকে আবারও সিএনজিচালক রাঙামাটির বাবু

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২২: ৩১
Thumbnail image

পৌর কাউন্সিলর থেকে আবারও পুরোনো পেশায় ফিরে এসেছেন রাঙামাটি ৪ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান বাবু।

তিনি ২০১৬ সালে রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। বিগত পৌর নির্বাচনে তিনি বর্তমান কাউন্সিলর নুর নবীর কাছে পরাজিত হন। এরপর থেকে তিনি একপ্রকার বেকার ছিলেন।

আজ বুধবার তিনি ফেসবুকে এক পোস্টে বাবু লিখেছেন, 'বহুদিন পর আবার পুরোনো পেশায়। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।' 

জানা গেছে, পরোপকারী মিজানুর রহমান জনকল্যাণে কাজ করে গেছেন। কাউন্সিলর হওয়ার আগে তিনি রাঙামাটি শহরে সিএনজি চালাতেন।

বাবুর একসময়ের সহকর্মী ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বাচিং মারমা বলেন, বাবু ভাই নিরহংকার ও পরোপকারী ব্যক্তি। কাউন্সিলর হওয়ার পর নিজেকে তিনি কখনো জনপ্রতিনিধি ভাবেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত