চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে মেঘনার দুর্গম চরে প্রায় সাড়ে ৪৮ একর সরকারি খাসজমি আত্মসাতের অভিযোগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বড় ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ ২৫ জনের বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সরকারপক্ষে এই মামলা করেন ডিসি অঞ্জনা খান মজলিশ।
এই মামলার অভিযুক্তরা হলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন পাটোয়ারী, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার।
বৃহস্পতিবার বিকেলে মামলার অভিযোগ আমলে নিয়ে আগামী ৩১ মে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বিষয়টি স্বীকার করলেও মামলা নিয়ে সরকারি কৌঁসুলি আব্দুর রহমান সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, হাইমচর উপজেলার মেঘনার দুর্গম চরের সোনাপুর-তাজপুর প্রকাশে বাহেরচর মৌজায় ১৯৫০ সালে চর জেগে ওঠে, যা পরে পয়স্তি ভূমি হিসেবে চিহ্নিত হয়। সরকারি খাসজমি হওয়ায় এ, বি ও সি ক্যাটাগরি করে তা স্থানীয় কৃষকদের মধ্যে ইজারা দেওয়া হয়। কিন্তু জাওয়াদুর রহিমসহ অন্য আসামিরা ভুয়া ও জাল দলিল তৈরি করে সেখানে প্রায় সাড়ে ৪৮ একর জমি হাতিয়ে নেন।
এটি গত ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের নজরে পড়ে। সবকিছু যাচাই-বাছাই করে সরকারি জমি উদ্ধারে এই মামলা দায়ের করা হয়।
ডা. জাওয়াদুর রহিম টিপু বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
চাঁদপুরের হাইমচরে মেঘনার দুর্গম চরে প্রায় সাড়ে ৪৮ একর সরকারি খাসজমি আত্মসাতের অভিযোগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বড় ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ ২৫ জনের বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সরকারপক্ষে এই মামলা করেন ডিসি অঞ্জনা খান মজলিশ।
এই মামলার অভিযুক্তরা হলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন পাটোয়ারী, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার।
বৃহস্পতিবার বিকেলে মামলার অভিযোগ আমলে নিয়ে আগামী ৩১ মে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বিষয়টি স্বীকার করলেও মামলা নিয়ে সরকারি কৌঁসুলি আব্দুর রহমান সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, হাইমচর উপজেলার মেঘনার দুর্গম চরের সোনাপুর-তাজপুর প্রকাশে বাহেরচর মৌজায় ১৯৫০ সালে চর জেগে ওঠে, যা পরে পয়স্তি ভূমি হিসেবে চিহ্নিত হয়। সরকারি খাসজমি হওয়ায় এ, বি ও সি ক্যাটাগরি করে তা স্থানীয় কৃষকদের মধ্যে ইজারা দেওয়া হয়। কিন্তু জাওয়াদুর রহিমসহ অন্য আসামিরা ভুয়া ও জাল দলিল তৈরি করে সেখানে প্রায় সাড়ে ৪৮ একর জমি হাতিয়ে নেন।
এটি গত ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের নজরে পড়ে। সবকিছু যাচাই-বাছাই করে সরকারি জমি উদ্ধারে এই মামলা দায়ের করা হয়।
ডা. জাওয়াদুর রহিম টিপু বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার চার দিন পর সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পৃথক চারটি হত্যা মামলা করেছে পুলিশ। সবকটি মামলায় নিহত ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে
৯ মিনিট আগেরাজধানীর কদমতলী থানা এলাকায় মোসাম্মাৎ ইয়াসমিন আলম ও তাঁর মেয়ে ইরিনা আলম তানহাকে খুনের দায়ে সৎছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।
২৫ মিনিট আগেতিনি জানান, সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
২৯ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে রাতের অন্ধকারে রড ছাড়াই আরসিসি সড়কে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে কাজ ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও শ্রমিকেরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাজমার বাড়ির সামনে থেকে নাড়িকেলবাড়ী খামার সরকারি
১ ঘণ্টা আগে