Ajker Patrika

প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, যুবলীগ নেতাসহ ৩ জনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, যুবলীগ নেতাসহ ৩ জনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসী মাসুদুর রহমান মির্জা হত্যা মামলায় যুবলীগ নেতাসহ তিন আসামিকে দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক শাহারিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মনির হোসেন আসামিদের আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আসামিরা হলেন–উপজেলার দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেন হীরা, শামীম হোসেন ও দেলোয়ার হোসেন। 

এই বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের রিমান্ড চাওয়ার পর আদালত প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।’ 

এর আগে গত ২৫ মার্চ রাতে উপজেলার বালুটিলা বাজার মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার পর ছুরিকাঘাত করে হত্যা করা হয় প্রবাসী (ওমান ফেরত) মাসুদ মির্জাকে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু। ঘটনার দিনই শামীম হোসেন ও দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছে পিবিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত