কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।
শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।
বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।
টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’
কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।
শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।
বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।
টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’
পুলিশ জানায়, একসময় একটি ইটভাটায় কাজ করার সময় আকলিমা ও আব্দুর রহিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে গেলে আব্দুর রহিম নিজ এলাকায় ফিরে যান। সেখানে তাঁর আরও এক স্ত্রী রয়েছে। প্রায় ছয়-সাত মাস ধরে আকলিমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন রহিম।
৬ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সড়কে গাছ ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের অদূরে সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনাটোরের সিংড়ায় ভ্যানচালক মো. জিহাদ (২০) নামের এক যুবককে খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই এর রহস্য উন্মোচন করেছে র্যাব-৫। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত এবং ছিনতাই হওয়া ভ্যান। র্যাবের হাতে গ্রেপ্তার দুজন হলেন নাটোরের সিংড়া
৮ মিনিট আগেরাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেও অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ শনিবার (২ আগস্ট) সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের এ তথ্য জানান ফায়ার
১৪ মিনিট আগে