Ajker Patrika

চিংড়ি ঘের থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ি থেকে নিখোঁজের ২৬ ঘণ্টা পর এক শিশুর মরদেহ চিংড়ির ঘের থেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনাপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মৃত শিশুর নাম আবদুল্লাহ আবির রাইয়ান (১২)। সে বদরখালী ইউনিয়নের উত্তর নতুনঘোনা পাড়ার গ্রামের জাকের হোসাইন মাঝির ছেলে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সে নিখোঁজ হয়।     

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল শনিবার দুপুর ১২টার পর থেকে শিশু রাইয়ানের খোঁজ পাচ্ছিল না পরিবার। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর আজ রোববার বেলা দুইটার দিকে বাড়ির পার্শ্ববর্তী চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।  

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ। তিনি আজকের পত্রিকাকে বলেন, শনিবার নিখোঁজ হওয়ার পর আজ বাড়ির পাশে চিংড়ি ঘেরে শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে রাইয়ানের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত