প্রতিনিধি, রাঙামাটি
পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যেতে বসেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানি এরই মধ্যে সেতুর পাটাতন স্পর্শ করেছে। সেতুর মাঝখানের অংশ ডুবে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে সেতুতে গিয়ে দেখা যায়, প্যান্ট পায়ের পাতা থেকে ওপরে তুলে সেতুর ওপর হাঁটছেন পর্যটকেরা। চারদিকে কচুরিপানা ঘিরে ধরেছে সেতুকে। সেতুর মাঝখানের কয়েকটি পাটাতন পানিতে ডুবে গেছে। তবে কর্তৃপক্ষ এখনো সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি। গেটে টিকিট বিক্রি করতে দেখা গেছে।
পর্যটনকর্মী সোহেল বলেন, বিগত দুই দিন ধরে এ অবস্থায় পানি স্থির রয়েছে। আরও বৃষ্টি হলে সেতুটি পানিতে ডুবে যাবে।
লকডাউনে বিপর্যস্ত ছিল রাঙামাটির পর্যটন খাত। সম্প্রতি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় এ খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এমন অবস্থায় হ্রদের পনি বৃদ্ধিতে আবারও ক্ষতির মুখে খাতটি।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক পর্যায়ে রাখতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, হ্রদের পানি বেশি আটকে রাখলে শুধু সেতু নয়, নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে যাবে। দুর্ভোগ বাড়বে।
কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদে পানির লেভেল এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।। আরও বৃদ্ধি পেলে বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হবে। আপাতত কচুরিপানা অপসারণ করতে কয়েক মিনিটের জন্য পানি ছাড়া হবে।
পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যেতে বসেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানি এরই মধ্যে সেতুর পাটাতন স্পর্শ করেছে। সেতুর মাঝখানের অংশ ডুবে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে সেতুতে গিয়ে দেখা যায়, প্যান্ট পায়ের পাতা থেকে ওপরে তুলে সেতুর ওপর হাঁটছেন পর্যটকেরা। চারদিকে কচুরিপানা ঘিরে ধরেছে সেতুকে। সেতুর মাঝখানের কয়েকটি পাটাতন পানিতে ডুবে গেছে। তবে কর্তৃপক্ষ এখনো সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি। গেটে টিকিট বিক্রি করতে দেখা গেছে।
পর্যটনকর্মী সোহেল বলেন, বিগত দুই দিন ধরে এ অবস্থায় পানি স্থির রয়েছে। আরও বৃষ্টি হলে সেতুটি পানিতে ডুবে যাবে।
লকডাউনে বিপর্যস্ত ছিল রাঙামাটির পর্যটন খাত। সম্প্রতি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় এ খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এমন অবস্থায় হ্রদের পনি বৃদ্ধিতে আবারও ক্ষতির মুখে খাতটি।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক পর্যায়ে রাখতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, হ্রদের পানি বেশি আটকে রাখলে শুধু সেতু নয়, নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে যাবে। দুর্ভোগ বাড়বে।
কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদে পানির লেভেল এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।। আরও বৃদ্ধি পেলে বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হবে। আপাতত কচুরিপানা অপসারণ করতে কয়েক মিনিটের জন্য পানি ছাড়া হবে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে