প্রতিনিধি, রাঙামাটি
পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যেতে বসেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানি এরই মধ্যে সেতুর পাটাতন স্পর্শ করেছে। সেতুর মাঝখানের অংশ ডুবে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে সেতুতে গিয়ে দেখা যায়, প্যান্ট পায়ের পাতা থেকে ওপরে তুলে সেতুর ওপর হাঁটছেন পর্যটকেরা। চারদিকে কচুরিপানা ঘিরে ধরেছে সেতুকে। সেতুর মাঝখানের কয়েকটি পাটাতন পানিতে ডুবে গেছে। তবে কর্তৃপক্ষ এখনো সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি। গেটে টিকিট বিক্রি করতে দেখা গেছে।
পর্যটনকর্মী সোহেল বলেন, বিগত দুই দিন ধরে এ অবস্থায় পানি স্থির রয়েছে। আরও বৃষ্টি হলে সেতুটি পানিতে ডুবে যাবে।
লকডাউনে বিপর্যস্ত ছিল রাঙামাটির পর্যটন খাত। সম্প্রতি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় এ খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এমন অবস্থায় হ্রদের পনি বৃদ্ধিতে আবারও ক্ষতির মুখে খাতটি।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক পর্যায়ে রাখতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, হ্রদের পানি বেশি আটকে রাখলে শুধু সেতু নয়, নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে যাবে। দুর্ভোগ বাড়বে।
কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদে পানির লেভেল এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।। আরও বৃদ্ধি পেলে বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হবে। আপাতত কচুরিপানা অপসারণ করতে কয়েক মিনিটের জন্য পানি ছাড়া হবে।
পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যেতে বসেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানি এরই মধ্যে সেতুর পাটাতন স্পর্শ করেছে। সেতুর মাঝখানের অংশ ডুবে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে সেতুতে গিয়ে দেখা যায়, প্যান্ট পায়ের পাতা থেকে ওপরে তুলে সেতুর ওপর হাঁটছেন পর্যটকেরা। চারদিকে কচুরিপানা ঘিরে ধরেছে সেতুকে। সেতুর মাঝখানের কয়েকটি পাটাতন পানিতে ডুবে গেছে। তবে কর্তৃপক্ষ এখনো সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি। গেটে টিকিট বিক্রি করতে দেখা গেছে।
পর্যটনকর্মী সোহেল বলেন, বিগত দুই দিন ধরে এ অবস্থায় পানি স্থির রয়েছে। আরও বৃষ্টি হলে সেতুটি পানিতে ডুবে যাবে।
লকডাউনে বিপর্যস্ত ছিল রাঙামাটির পর্যটন খাত। সম্প্রতি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় এ খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এমন অবস্থায় হ্রদের পনি বৃদ্ধিতে আবারও ক্ষতির মুখে খাতটি।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক পর্যায়ে রাখতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, হ্রদের পানি বেশি আটকে রাখলে শুধু সেতু নয়, নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে যাবে। দুর্ভোগ বাড়বে।
কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদে পানির লেভেল এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।। আরও বৃদ্ধি পেলে বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হবে। আপাতত কচুরিপানা অপসারণ করতে কয়েক মিনিটের জন্য পানি ছাড়া হবে।
আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৪ মিনিট আগেবঙ্গোপসাগরে দিন দিন বেড়ে চলেছে মাছ ধরার অনুমোদনহীন নৌযান ট্রলিং বোট। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় মারা যাচ্ছে সব প্রজাতির মাছের পোনা। যার ফলে মাছের উৎপাদন কমে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ট্রলিং বোট নিষিদ্ধদের দাবিতে আজ রোববার (২৭ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটায় শত শত জেলের উপস
১২ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে গোসলে নেমে আল আমিন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেআজ তোফাজ্জল হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এ তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে