Ajker Patrika

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামির আদালতের হাজতখানায় আত্মহত্যার চেষ্টা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৯: ৩৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে মো. নয়ন (২৪) নামের ধর্ষণ মামলার এক আসামি আদালতের হাজতখানায় ধারালো বস্তু দিয়ে হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতে মহানগর কোর্ট হাজতখানায় এই ঘটনা ঘটে। তবে গুরুতর কোনো আঘাত না পাওয়ায় ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়।

আত্মহত্যা চেষ্টাকারী আসামি নয়নের বাড়ি ভোলার লালমোহনে। নগরীতে তিনি ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় থাকেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে নয়ন টয়লেটে গিয়ে দেয়ালের টাইলসের ধারালো অংশে নিজের হাত কয়েকবার ঘষা দেন। তাতে হাত কেটে যায়, যা টয়লেটে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর ইপিজেড থানায় এক নারী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। চট্টগ্রাম শহরে চাকরির খোঁজে এসে ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে গত ১৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর ইপিজেড থানা এলাকার একটি বাসায় আটকে রেখে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত যুবক। পরে যুবক বাসায় না থাকার সুযোগে ভুক্তভোগী নারী ফোনে তাঁর ভাইকে বিষয়টি জানান। পরে তাঁর সহায়তায় ওই নারী সেখান থেকে উদ্ধার হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করে।

আজ চট্টগ্রামের নারী ও শিশু ট্রাইব্যুনালে এ মামলার শুনানিতে আসামি নয়নকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। এ সময় আত্মহত্যার চেষ্টা চালায় ওই যুবক।

আদালত সূত্র জানায়, কোর্ট হাজতখানার ভেতরে আত্মহত্যার চেষ্টা করা ওই যুবকের হাত ও গলা থেকে সামান্য রক্তক্ষরণ হয়েছিল। আঘাত গুরুতর ছিল না। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত