চবি সংবাদদাতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)। নিয়োগের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ মাসের বেতন-ভাতা বাবদ তিনি নিয়েছেন ৬০ লাখ টাকা। সে হিসাবে প্রতি মাসে ১ লাখ ৩৯ হাজার টাকা করে নিয়েছেন। তবে চলতি মাস থেকে তাঁর সেই বেতন-ভাতা স্থগিত করা হয়েছে।
এদিকে বঙ্গবন্ধু চেয়ারের নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে—নিয়োগপ্রাপ্ত অধ্যাপককে এক বছরের মধ্যে গবেষণা প্রকল্পের একটি প্রতিবেদন পেশ করতে হবে। কিন্তু অধ্যাপক মামুনের ক্ষেত্রে সেই নীতি উপেক্ষিত হয়েছে।
চবি থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি দুই বছরের জন্য অধ্যাপক মুনতাসীর মামুনকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালে তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সব মিলিয়ে বিগত প্রায় চার বছরে কার্যত কোনো গবেষণাকর্ম দৃশ্যমান হয়নি। গবেষণার নামে তিনি মাসে মাসে বেতন-ভাতা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বঙ্গবন্ধু চেয়ারের’ দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক যিনি হবেন, তাঁকে প্রতি ছয় মাস পরপর গবেষণার অগ্রগতির প্রতিবেদন এবং মেয়াদ শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে। এ ছাড়া বছরে অন্তত দুটি প্রবন্ধ রচনা এবং অন্তত চারটি বক্তব্য উপস্থাপন করবেন। তবে ড. মুনতাসীর গত বছরের ৫ মার্চের পর থেকে কোনো গবেষণা প্রতিবেদন বা অগ্রগতির প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ে জমা দেননি।
জীববিজ্ঞান অনুষদের ডিন আতিয়ার রহমান বলেন, ‘একজন শিক্ষক বা গবেষক যখন তাঁর গবেষণার জন্য ফান্ড নেবেন, তখন অবশ্যই গবেষণাটা ঠিকমতো করা উচিত। গবেষণা না করে এর জন্য টাকা নেওয়াটা অনৈতিক একটি কাজ।’
চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গত বছরের (২০২৩ সাল) ৫ মার্চের পর থেকে তিনি (মুনতাসীর) কোনো গবেষণা প্রতিবেদন জমা দেননি। প্রবন্ধ রচনা বা বক্তব্য প্রদানের কোনো প্রমাণ পাইনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম বলেন, এ পদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করা হয়েছে। তবে পদটি এখনো অনুমোদিত হয়নি। অধ্যাপক মুনতাসীর মামুনকে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, ‘বঙ্গবন্ধু চেয়ারের নীতিমালা অনুযায়ী তিনি কোনো কাজ করেছেন বলে গত এক বছর পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।’
ড. শামীম উদ্দিন আরও বলেন, ‘নীতিমালা অনুযায়ী বছরে অন্তত দুটি প্রবন্ধ, চারটি বক্তব্য দেওয়ার কথা। আমরা তাঁর (মুনতাসীর) এসব কাজের কোনো প্রমাণ পাচ্ছি না। অথচ তিনি বিগত চার বছরে ৬০ লাখ টাকার মতো বেতন-ভাতা নিয়েছেন। এসব বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে চিঠি দেওয়া হয়েছে। জবাবের অপেক্ষায় আছি, পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে অধ্যাপক মুনতাসীর মামুনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাঁর ই-মেইল ঠিকানায় তথ্য জানতে চেয়ে মেইল করা হলেও উত্তর দেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)। নিয়োগের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ মাসের বেতন-ভাতা বাবদ তিনি নিয়েছেন ৬০ লাখ টাকা। সে হিসাবে প্রতি মাসে ১ লাখ ৩৯ হাজার টাকা করে নিয়েছেন। তবে চলতি মাস থেকে তাঁর সেই বেতন-ভাতা স্থগিত করা হয়েছে।
এদিকে বঙ্গবন্ধু চেয়ারের নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে—নিয়োগপ্রাপ্ত অধ্যাপককে এক বছরের মধ্যে গবেষণা প্রকল্পের একটি প্রতিবেদন পেশ করতে হবে। কিন্তু অধ্যাপক মামুনের ক্ষেত্রে সেই নীতি উপেক্ষিত হয়েছে।
চবি থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি দুই বছরের জন্য অধ্যাপক মুনতাসীর মামুনকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালে তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সব মিলিয়ে বিগত প্রায় চার বছরে কার্যত কোনো গবেষণাকর্ম দৃশ্যমান হয়নি। গবেষণার নামে তিনি মাসে মাসে বেতন-ভাতা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বঙ্গবন্ধু চেয়ারের’ দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক যিনি হবেন, তাঁকে প্রতি ছয় মাস পরপর গবেষণার অগ্রগতির প্রতিবেদন এবং মেয়াদ শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে। এ ছাড়া বছরে অন্তত দুটি প্রবন্ধ রচনা এবং অন্তত চারটি বক্তব্য উপস্থাপন করবেন। তবে ড. মুনতাসীর গত বছরের ৫ মার্চের পর থেকে কোনো গবেষণা প্রতিবেদন বা অগ্রগতির প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ে জমা দেননি।
জীববিজ্ঞান অনুষদের ডিন আতিয়ার রহমান বলেন, ‘একজন শিক্ষক বা গবেষক যখন তাঁর গবেষণার জন্য ফান্ড নেবেন, তখন অবশ্যই গবেষণাটা ঠিকমতো করা উচিত। গবেষণা না করে এর জন্য টাকা নেওয়াটা অনৈতিক একটি কাজ।’
চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গত বছরের (২০২৩ সাল) ৫ মার্চের পর থেকে তিনি (মুনতাসীর) কোনো গবেষণা প্রতিবেদন জমা দেননি। প্রবন্ধ রচনা বা বক্তব্য প্রদানের কোনো প্রমাণ পাইনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম বলেন, এ পদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করা হয়েছে। তবে পদটি এখনো অনুমোদিত হয়নি। অধ্যাপক মুনতাসীর মামুনকে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, ‘বঙ্গবন্ধু চেয়ারের নীতিমালা অনুযায়ী তিনি কোনো কাজ করেছেন বলে গত এক বছর পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।’
ড. শামীম উদ্দিন আরও বলেন, ‘নীতিমালা অনুযায়ী বছরে অন্তত দুটি প্রবন্ধ, চারটি বক্তব্য দেওয়ার কথা। আমরা তাঁর (মুনতাসীর) এসব কাজের কোনো প্রমাণ পাচ্ছি না। অথচ তিনি বিগত চার বছরে ৬০ লাখ টাকার মতো বেতন-ভাতা নিয়েছেন। এসব বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে চিঠি দেওয়া হয়েছে। জবাবের অপেক্ষায় আছি, পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে অধ্যাপক মুনতাসীর মামুনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাঁর ই-মেইল ঠিকানায় তথ্য জানতে চেয়ে মেইল করা হলেও উত্তর দেননি।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে