Ajker Patrika

চট্টগ্রাম অঞ্চলে এনসিপির পদযাত্রা শনিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২১: ৩৩
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দলটির এই অঞ্চলের পদযাত্রা আগামী শনিবার কক্সবাজার থেকে শুরু হবে। আগামী রোববার চট্টগ্রাম মহানগরীতে হবে পদযাত্রা ও সমাবেশ।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা ঘোষণা করেন এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

জোবাইরুল হাসান আরিফ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি চূড়ান্ত হয়েছে। কক্সবাজারে পদযাত্রা শেষে আগামী শনিবার বিকেলে নেতারা বান্দরবানে যাবেন এবং সেখান থেকে রাতেই চট্টগ্রামে ফিরে আসবেন।

আগামী রোববার সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষে দুপুরের মধ্যে নেতারা চট্টগ্রামে ফিরে আসবেন এবং বেলা সাড়ে ৩টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু হবে।

সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট ও টাইগারপাস পেরিয়ে পদযাত্রা শেষ হবে ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে। তবে যানজট বা অনিবার্য কারণে সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

গোপালগঞ্জের মতো চট্টগ্রামেও হামলার কোনো শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জোবাইরুল বলেন, ‘হ্যাঁ, আমরা আশঙ্কা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। যদি হামলার চেষ্টা হয়, তবে চট্টগ্রামের বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।’

জোবাইরুল হাসান আরও বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার পর আমরা বুঝেছি, আওয়ামী লীগ এখন আর নীরব ভূমিকায় নেই। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা। আমরা নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি।’

এ সময় সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত