Ajker Patrika

আওয়ামী লীগের আমলে মসজিদ বেড়েছে: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আওয়ামী লীগের আমলে মসজিদ বেড়েছে: ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদ থাকবে না, মুসলমান থাকবে না—এমন অনেক মিথ্যাচার বিএনপি-জামায়াত করেছে দাবি করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আওয়ামী লীগের আমলে মসজিদ বেড়েছে। অনেক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে পিএবি সড়কে বড় উঠান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, ‘যে গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন, যে গণতন্ত্রের জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে সে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি। আজ তাদের দোসর বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে অনেক মিথ্যাচার করছে।’ 

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত সাধারণ মানুষের রাজনীতি করে না, তারা নিজেরাই ক্ষমতায় আসার রাজনীতি করে। আওয়ামী লীগের আমলে অনেক উন্নয়ন হয়েছে। তবে জিনিসপত্রের দাম বেড়েছে এটা সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রীরও কষ্ট হচ্ছে। ইনশা আল্লাহ আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই সমস্যা সমাধান হবে।’ 

এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আনোয়ারা-কর্ণফুলী সেরা উপজেলা। বাংলাদেশের ১১টি মডেল ফায়ার সার্ভিসের মধ্যে একটা হয়েছে কর্ণফুলীতে। আধুনিক উপজেলা কমপ্লেক্স, হাসপাতাল হচ্ছে। আর কী চাই কর্ণফুলীতে? সব পেয়ে আমাকে ভুলে যাইয়েন না। আমি জেতাটা বড় কথা নয় সবাই আমাকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন, এটাই আমি চাই। নেতা-কর্মীদের বলছি আপনারা নতুন ভোটারদের লিস্ট তৈরি করে ভোট সেন্টারে উপস্থিত করুন। তাদের প্রথম ভোট যেন মুক্তিযুদ্ধের পক্ষে ও আওয়ামী লীগের পক্ষে হয়।’ 

সভায় আরও বক্তব্য রাখেন—দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপদেষ্টা সাজ্জাদ আলী খান মিটু, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত