Ajker Patrika

টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের শালবাগান ও চাকমারকুল রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন।

গতকাল সোমবার দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান শিবিরে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মো. আইয়ুবকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়া ১৪ নম্বর শিবিরের ব্লক-এ হাকিমপাড়ার বাসিন্দা জাফর আলমের ছেলে।

১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, সোমবার রাতে শালবাগান রোহিঙ্গা শিবিরে অবৈধ কার্যকলাপ করার উদ্দেশ্যে অস্ত্র ও গুলি নিয়ে সন্ত্রাসী গ্রুপ অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করলে অস্ত্র পাওয়া যায়।

এর আগে গতকাল সোমবার সকালে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ প্রকাশ বৈদ্যকে (৪৮) গ্রেপ্তার করে। তিনি ২১ নম্বর শিবির চাকমারকুল শিবিরের মৃত হাবিবুর রহমানের ছেলে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, গ্রেপ্তার দুজনকে টেকনাফ থানায় রুজুর পর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত