Ajker Patrika

কুসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে জরিমানা 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ১৪: ৩৮
কুসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে জরিমানা 

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা এ জরিমানা করেন। 

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়ার ঢলিপাড়া এলাকায় পরিবহনে পোস্টার লাগানোয় আচরণবিধি লঙ্ঘন হয়েছে অভিযোগে তাঁকে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা বলেন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে পরিবহনে পোস্টার লাগানোর দায়ে মেয়র প্রার্থী রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে নির্বাচনী আচরণ মেনে চলার জন্য প্রার্থীকে সতর্ক করা হয়েছে। সিটি নির্বাচন সামনে রেখে নগরীতে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণা করায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত