Ajker Patrika

বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

চাঁদপুরের হাজীগঞ্জে ঋণ ও চিকিৎসার খরচ মেটাতে এক বছর বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেয় শিশুটির বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই তথ্য জানতে পারে হাজীগঞ্জ থানা-পুলিশ। এরপর হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও থানার ওসি জুবাইর সৈয়দের প্রচেষ্টায় ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিশুকে উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের সহায়তায় গতকাল মঙ্গলবার রাতে ওই শিশুকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেওয়া দম্পতি বাসায় ছিলেন না। তাদের কাজের বুয়ার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি বলেন, ‘শিশুকে উদ্ধার করতে পুলিশের সঙ্গে ঢাকায় গিয়েছি।’

জানা গেছে, শিশুটির বাবার নাম বশির মজুমদার। দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। একটি সড়ক ‍দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরে রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড খুলতে পারছিলেন না তিনি। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে প্রায় ৫ লাখ টাকার ঋণ রয়েছে তাঁর। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে এক বছর বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেন তিনি।

শিশুকে পেয়ে তার মা আছমা বেগম বলেন, ‘আল্লাহর মেহেরবানিতে আমার মেয়েকে আমার কোলে ফিরে পেয়েছি।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দায়িত্ববোধ থেকে শিশুটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত