Ajker Patrika

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ তালিকায় আছে পার্বত্য চট্টগ্রাম

প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২১, ১২: ১৪
জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ তালিকায় আছে পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি (চট্টগ্রাম): জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বিপদাপন্ন ছয়টি স্থানের মধ্যে শীর্ষস্থানে আছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রতিনিয়ত পাহাড়ে মানুষের চাপ বাড়ছে। অপরিকল্পিত উন্নয়নে নির্বিচারে বন উজাড়ে হুমকির মুখে রয়েছে এ এলাকার প্রাকৃতিক পরিবেশ। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। 

বিশ্বব্যাংকের ২০১৮–এর প্রতিবেদন মতে, বাংলাদেশে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে পার্বত্য চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছিল। এমন অবস্থায় সবচেয়ে হুমকিতে আছে পাহাড়ের ওপরে ও পাদদেশে বসবাসকারীরা। পানির উৎসগুলো নষ্ট হয়ে যাওয়ায় বছরের অধিকাংশ সময় পানির সংকটেও ভুগছে তারা। 

ইউএনডিপির ফরেস্ট অ্যান্ড ওয়াটার শেড ম্যানেজমেন্টের চিফ টেকনিক্যাল স্পেশালিস্ট রমা শর্মা বলেন, পার্বত্য চট্টগ্রামকে আগের অবস্থানে নিতে হলে হারিয়ে যাওয়া সংরক্ষিত বন পুনরুজ্জীবিত করতে হবে। হারিয়ে যাওয়া বন পুনরুজ্জীবিত করা এখনো সম্ভব। কারণ বনের ভূমিগুলো ফাঁকা আছে। ফাঁকা স্থানে বৃক্ষ রোপণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বনায়ন প্রকল্প গ্রহণ করতে হবে। বসতি স্থাপন করা হলে তা সম্ভব হবে না। 

রমা শর্মা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বনের ওপর যেহেতু সারা দেশ নির্ভর করে আছে, সেহেতু এই এলাকার বন পুনরুজ্জীবিত করতে হলে জাতীয় পর্যায়ে এখন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে অনেক ক্ষতি হলেও যা আছে তা দিয়ে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে রক্ষা করা যাবে। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ বলেন, পাহাড়ের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। বনায়ন বাড়ানো সম্ভব হলে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব। 

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, `জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতে হোক, আমরা অতীতে পাহাড়ের পরিবেশের অনেক ক্ষতি করেছি। এর ফল আমরা পেতে শুরু করেছি। এখনই আমাদের উদ্যোগ গ্রহণ করা জরুরি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত