প্রতিনিধি
রাঙামাটি (চট্টগ্রাম): জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বিপদাপন্ন ছয়টি স্থানের মধ্যে শীর্ষস্থানে আছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রতিনিয়ত পাহাড়ে মানুষের চাপ বাড়ছে। অপরিকল্পিত উন্নয়নে নির্বিচারে বন উজাড়ে হুমকির মুখে রয়েছে এ এলাকার প্রাকৃতিক পরিবেশ। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।
বিশ্বব্যাংকের ২০১৮–এর প্রতিবেদন মতে, বাংলাদেশে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে পার্বত্য চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছিল। এমন অবস্থায় সবচেয়ে হুমকিতে আছে পাহাড়ের ওপরে ও পাদদেশে বসবাসকারীরা। পানির উৎসগুলো নষ্ট হয়ে যাওয়ায় বছরের অধিকাংশ সময় পানির সংকটেও ভুগছে তারা।
ইউএনডিপির ফরেস্ট অ্যান্ড ওয়াটার শেড ম্যানেজমেন্টের চিফ টেকনিক্যাল স্পেশালিস্ট রমা শর্মা বলেন, পার্বত্য চট্টগ্রামকে আগের অবস্থানে নিতে হলে হারিয়ে যাওয়া সংরক্ষিত বন পুনরুজ্জীবিত করতে হবে। হারিয়ে যাওয়া বন পুনরুজ্জীবিত করা এখনো সম্ভব। কারণ বনের ভূমিগুলো ফাঁকা আছে। ফাঁকা স্থানে বৃক্ষ রোপণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বনায়ন প্রকল্প গ্রহণ করতে হবে। বসতি স্থাপন করা হলে তা সম্ভব হবে না।
রমা শর্মা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বনের ওপর যেহেতু সারা দেশ নির্ভর করে আছে, সেহেতু এই এলাকার বন পুনরুজ্জীবিত করতে হলে জাতীয় পর্যায়ে এখন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে অনেক ক্ষতি হলেও যা আছে তা দিয়ে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে রক্ষা করা যাবে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ বলেন, পাহাড়ের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। বনায়ন বাড়ানো সম্ভব হলে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, `জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতে হোক, আমরা অতীতে পাহাড়ের পরিবেশের অনেক ক্ষতি করেছি। এর ফল আমরা পেতে শুরু করেছি। এখনই আমাদের উদ্যোগ গ্রহণ করা জরুরি।'
রাঙামাটি (চট্টগ্রাম): জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বিপদাপন্ন ছয়টি স্থানের মধ্যে শীর্ষস্থানে আছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রতিনিয়ত পাহাড়ে মানুষের চাপ বাড়ছে। অপরিকল্পিত উন্নয়নে নির্বিচারে বন উজাড়ে হুমকির মুখে রয়েছে এ এলাকার প্রাকৃতিক পরিবেশ। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।
বিশ্বব্যাংকের ২০১৮–এর প্রতিবেদন মতে, বাংলাদেশে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে পার্বত্য চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছিল। এমন অবস্থায় সবচেয়ে হুমকিতে আছে পাহাড়ের ওপরে ও পাদদেশে বসবাসকারীরা। পানির উৎসগুলো নষ্ট হয়ে যাওয়ায় বছরের অধিকাংশ সময় পানির সংকটেও ভুগছে তারা।
ইউএনডিপির ফরেস্ট অ্যান্ড ওয়াটার শেড ম্যানেজমেন্টের চিফ টেকনিক্যাল স্পেশালিস্ট রমা শর্মা বলেন, পার্বত্য চট্টগ্রামকে আগের অবস্থানে নিতে হলে হারিয়ে যাওয়া সংরক্ষিত বন পুনরুজ্জীবিত করতে হবে। হারিয়ে যাওয়া বন পুনরুজ্জীবিত করা এখনো সম্ভব। কারণ বনের ভূমিগুলো ফাঁকা আছে। ফাঁকা স্থানে বৃক্ষ রোপণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বনায়ন প্রকল্প গ্রহণ করতে হবে। বসতি স্থাপন করা হলে তা সম্ভব হবে না।
রমা শর্মা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বনের ওপর যেহেতু সারা দেশ নির্ভর করে আছে, সেহেতু এই এলাকার বন পুনরুজ্জীবিত করতে হলে জাতীয় পর্যায়ে এখন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে অনেক ক্ষতি হলেও যা আছে তা দিয়ে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে রক্ষা করা যাবে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ বলেন, পাহাড়ের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। বনায়ন বাড়ানো সম্ভব হলে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, `জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতে হোক, আমরা অতীতে পাহাড়ের পরিবেশের অনেক ক্ষতি করেছি। এর ফল আমরা পেতে শুরু করেছি। এখনই আমাদের উদ্যোগ গ্রহণ করা জরুরি।'
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
২ ঘণ্টা আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৬ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৬ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৬ ঘণ্টা আগে