Ajker Patrika

কারা শৌচাগারে পড়ে আহত সাবেক এমপি লতিফ, চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০: ৪৪
Thumbnail image

চট্টগ্রাম নগরীর বন্দর-পতেঙ্গা আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম কারাগারের শৌচাগারে পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। এতে সামান্য রক্তও ঝরেছে বলে জানা গেছে।  মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। পরে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন এ বিষয়ে বলেন,  তিনি কারাগারের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় ব্যথা পান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। সিটি স্ক্যানে মস্তিষ্কে একটু সমস্যা পাওয়া গেছে। এখন চিকিৎসা চলছে।

চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, কারাগারে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফ শৌচাগারে হঠাৎ পড়ে মাথায় একটু আঘাত পান। আগে থেকেই তার হার্টে বাইপাস সার্জারি ছিল। এ জন্য কারাগারের ডাক্তাররা তাঁকে চমেকে পাঠিয়েছেন।

কারাগার থেকে প্রাপ্ত তথ্যমতে, কারাগারের ডিভিশন ওয়ার্ডে থাকতেন এম এ লতিফ। শৌচাগারে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। এরপর তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

তথ্যমতে, গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার মামলাসহ মোট ১২টি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত