Ajker Patrika

বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২: ৩৪
জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধসংলগ্ন কানুনগোখীল সরল ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, অটোরিকশা চালিয়ে গতকাল শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন জাহিদুল ইসলাম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনীক বড়ুয়া মৃত ঘোষণা করেন।

এদিকে ক্যানসারে আক্রান্ত হয়ে দুই মাস আগে জাহিদুল ইসলামের বাবা হাবিব উল্লাহ মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত