কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি মেয়ে সুমাইয়া।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ডাকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোহিনুর আকতার (৪০), তাঁর দুই ছেলে মো. মানিক (২০) ও মো. মিরাজ (১৭)। মানিক অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। মিরাজ সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছিল। আহত সুমাইয়া (৮) চতুর্থ শ্রেণির ছাত্রী।
কোহিনুর পটিয়া উপজেলার জিরি গ্রামের শফিউল আলমের স্ত্রী এবং আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপপাড়া গ্রামের মৃত আবদুস শুক্কুরের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্বামীর বাড়ি থেকে তিন সন্তানকে নিয়ে অটোরিকশায় চড়ে বাবার বাসায় যাচ্ছিলেন কোহিনুর। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন কোহিনুর। আহত অবস্থায় তাঁর দুই ছেলে মানিক, মিরাজ ও শিশু কন্যা সুমাইয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যায় তাঁর দুই ছেলে।
স্বজনেরা বলেন, মুহূর্তেই সাজানো-গোছানো পুরো পরিবার শেষ হয়ে গেল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট শিশুটি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চমেক হাসপাতালে তাঁর দুই ছেলে মারা গেছেন। তাদের চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি মেয়ে সুমাইয়া।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ডাকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোহিনুর আকতার (৪০), তাঁর দুই ছেলে মো. মানিক (২০) ও মো. মিরাজ (১৭)। মানিক অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। মিরাজ সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছিল। আহত সুমাইয়া (৮) চতুর্থ শ্রেণির ছাত্রী।
কোহিনুর পটিয়া উপজেলার জিরি গ্রামের শফিউল আলমের স্ত্রী এবং আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপপাড়া গ্রামের মৃত আবদুস শুক্কুরের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্বামীর বাড়ি থেকে তিন সন্তানকে নিয়ে অটোরিকশায় চড়ে বাবার বাসায় যাচ্ছিলেন কোহিনুর। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন কোহিনুর। আহত অবস্থায় তাঁর দুই ছেলে মানিক, মিরাজ ও শিশু কন্যা সুমাইয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যায় তাঁর দুই ছেলে।
স্বজনেরা বলেন, মুহূর্তেই সাজানো-গোছানো পুরো পরিবার শেষ হয়ে গেল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট শিশুটি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চমেক হাসপাতালে তাঁর দুই ছেলে মারা গেছেন। তাদের চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
৩ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
১০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪৩ মিনিট আগে