Ajker Patrika

বঙ্গবন্ধুর স্বপ্ন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৭: ৪৫
বঙ্গবন্ধুর স্বপ্ন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কে এবং কেমন ছিলেন, কীভাবে আমরা বাংলাদেশ পেলাম, দেশকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল। তাঁর স্বপ্নগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ একে একে পূরণ করে চলেছেন, সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’ 

আজ শুক্রবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সত্য তথ্য জেনে মুক্তিযুদ্ধের অপশক্তিকে প্রতিহত করে বাঙালি হিসেবে আমাদের সন্তানেরা গর্ব করবে। তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে। সোনার বাংলার সোনার মানুষ হতে পারে।’ 

দীপু মনি বলেন, ‘এখন আমাদের সাংস্কৃতিক জাগরণ দরকার। সেটি এখন তৃণমূল পর্যায় থেকে সব জায়গায়। হাজার বছরের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধি তা যদি আমাদের সন্তানেরা অনুধাবন করতে পারে, তাকে যদি নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে তারা আত্মশক্তিতে বলীয়ান হবে।’ 

চাঁদপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: আজকের পত্রিকা ডা. দীপু মনি আরও বলেন, ‘আমার নিজের মধ্যে, নিজের মাটিতে, সংস্কৃতিতে, ইতিহাসে, সংগ্রামে, ত্যাগে, আমার যে শক্তি আছে, সে শক্তিকে আমি যখন অনুধাবন করতে পারব, তখন সত্যিকার অর্থে কেউ আর আমাদের দাবায়ে রাখতে পারবে না। কাজেই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই আমাদের সন্তানদের সেই আত্মশক্তির অনুধাবনের জায়গাটিতে নিয়ে যেতে পারব।’ 

জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পিযুষের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু। 

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান। সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত