Ajker Patrika

উখিয়ার রোহিঙ্গা শিবিরে গোলাগুলিতে আরসা কমান্ডারসহ দুজন নিহত

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৩: ০৮
উখিয়ার রোহিঙ্গা শিবিরে গোলাগুলিতে আরসা কমান্ডারসহ দুজন নিহত

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরে পৃথক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আরসা কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উখিয়ার ৫ নম্বর ও ২ ইস্ট ক্যাম্পে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ক্যাম্প-৭-এর ডি-৫ ব্লকের মীর আহমদের ছেলে সাকিবুল হাসান প্রকাশ সানা উল্লাহ এবং একই ক্যাম্পের এ ব্লকের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ হোসেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজ ভোরে উপজেলার কুতুপালং আশ্রয়শিবিরের ২ ইস্ট ও ৫ নম্বর ক্যাম্পের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। তাতে দুই আরসা সন্ত্রাসী নিহত হয়। খবর পেয়ে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একাধিক দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরসাবিরোধী সন্ত্রাসী গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত সানাউল্লাহ কুতুপালং ক্যাম্পের আরসার শীর্ষ সন্ত্রাসী। তিনি ক্যাম্প-২ /ইস্টে আবুল কালাম মাঝি, তাহের মাঝি হত্যাসহ একাধিক হত্যার ঘটনায় জড়িত ছিলেন।

এদিকে টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নুর। তিনি বলেন, আজ সোমবার ভোরে এপিবিএনের একটি দল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি ৫ ব্লকে এ অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি দেশীয় ওয়ান শুটার গান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গারা হলেন কামাল হোসেন, অজিউর রহমান ও মুজিবুর রহমান।

অতিরিক্ত ডিআইজি আরও বলেন, আটক তিন রোহিঙ্গা আরএসওর সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত