Ajker Patrika

যুদ্ধবিধ্বস্ত রাখাইনে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: নিরাপত্তা উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।

আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘসহ সব পক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি, যাতে আরাকানে (রাখাইন) শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। আশা করছি আমরা সফলভাবে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন করতে পারব।’

খলিলুর রহমান এর আগে শহরের রাখাইন পল্লিতে জলকেলি উৎসব উপলক্ষে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। পেশকারপাড়ায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত জলকেলি উৎসবে প্রধান অতিথি ছিলেন তিনি।

খলিলুর রহমান কক্সবাজার শহরের রাখাইন পল্লিতে জলকেলি উৎসবে প্রধান অতিথি ছিলেন। ছবি: আজকের পত্রিকা
খলিলুর রহমান কক্সবাজার শহরের রাখাইন পল্লিতে জলকেলি উৎসবে প্রধান অতিথি ছিলেন। ছবি: আজকের পত্রিকা

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় খলিলুর রহমান বলেন, ‘আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃগোষ্ঠীর, সকল সংস্কৃতির। আমাদের দেশে এই সময়টা হচ্ছে উৎসবের সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি। আজ সাংগ্রেংয়ে এসেছি।’

মিয়ানমার সরকারের ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হওয়াকে অন্তর্বর্তী সরকারের বড় কূটনৈতিক সফলতা বলে মন্তব্য করেন খলিলুর রহমান। তিনি বলেন, ‘এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই পদক্ষেপ প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য।’

খলিলুর রহমান দুপুরে কক্সবাজার পৌঁছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত