Ajker Patrika

সুযোগ পেলেই বাসায় ঢুকে শিশু চুরি করেন তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সুযোগ পেলেই বাসায় ঢুকে শিশু চুরি করেন তারা

প্রথমে একজন গিয়ে বাসা পর্যবেক্ষণ করেন। লোকজন না থাকলে সুযোগ বুঝে ঢুকে যান তাঁরা। তারপর শিশুকে নিয়ে দেন চম্পট। চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে চুরি করা এক শিশুকে উদ্ধার করার পর চোরচক্রের সদস্যরা এমন তথ্য দিয়েছেন। 

শিশু চুরির ঘটনায় গত শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার খবরা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ। চুরি করা ওই শিশুকে ভারতের সীমান্তবর্তী হবিগঞ্জ জেলা থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটিকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন, কুলসুম বেগম কুসুম (২৭) ও তাঁর কথিত স্বামী মো. সোহেল (২৯) এবং সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)। কুলসুমা রউফাবাদ এলাকায় থাকেন। সোহেলের বাড়ি মৌলভীবাজারে জেলায়। আগে চট্টগ্রাম নগরীতে থাকলেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে তিনি হবিগঞ্জে চলে যান। তাঁর মা খোরশেদা বায়েজিদের আমিন কলোনিতে থাকেন।

চুরি হওয়া দেড় বছর বয়সী শিশুটির মা মুক্তা বেগম পোশাক শ্রমিক ও বাবা আব্দুল খালেক মাংস বিক্রেতা। নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদের রাজা মিয়া কলোনিতে তাঁদের বাড়ি।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘মা-বাবা কর্মস্থলেই ছিলেন। বড় বোন নাজমা বাসায় থাকলেও রান্নায় ব্যস্ত ছিলেন। এর ফাঁকে খালি বাসায় ঢুকে কুলসুম তাঁকে চুরি করেন। আরজুকে না পেয়ে মুক্তা বেগম পুলিশের কাছে অভিযোগ করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নারী বাসায় ঢুকে শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। পরবর্তী সময়ে কুলসুমাকে আমরা শনাক্ত করি।’ 

ওসি কামরুজ্জামান আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত