Ajker Patrika

কবর জিয়ারতের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২২, ১২: ৩১
কবর জিয়ারতের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে মো. রনি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খরমপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। নিহত রনি দুর্গাপুর মধ্যপাড়া মোহাম্মদ আলীর ছেলে। রনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

আখাউড়া পৌরসভার দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন মিয়া আজকের পত্রিকাকে জানান, ঈদের নামাজ পড়ে রনি নানা-নানির কবর জিয়ারত করার জন্য খরমপুর কেন্দ্রীয় কবরস্থানে জিয়ারত করছিলেন, এমন সময় বজ্রপাতে রনি আহত হন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) সুধাংশু চৌধুরী তাঁকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘কবর জিয়ারত করার সময় বজ্রপাতে রনি নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত