Ajker Patrika

কক্সবাজারে পাহাড়ধস, অন্তঃসত্ত্বা স্ত্রীসহ যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৪, ১৪: ৫৩
Thumbnail image

কক্সবাজারে পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও তাঁর স্ত্রী মাইমুনা আক্তার (২০)।

নিহত আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাঁর স্ত্রী মাইমুনা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান স্বজনেরা।

কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়। রাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর বড় এক খণ্ড মাটি গিয়ে পড়ে। তাতে স্বামী-স্ত্রী দুজনই চাপা পড়েন।

হেলাল উদ্দিন কবির আরও বলেন, ঘটনার পর আনোয়ারের মায়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুজনের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর হেলাল উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত