Ajker Patrika

মামলা তুলে নিতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতির পরিবারকে হত্যার হুমকি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৩৭
মামলা তুলে নিতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতির পরিবারকে হত্যার হুমকি

কক্সবাজারের চকরিয়ায় বাগানের গাছ কাটা ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় এক সাংবাদিকসহ তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিক এম জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জাহেদুল ইসলাম চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এবং চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের চকরিয়া-পেকুয়ার নিজস্ব প্রতিনিধি। 

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি রাতে জাহেদুল ইসলামের সামাজিক বনায়নের বাগানে গাছ কেটে লুট ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমির হোছনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ওই দিন সকালে চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর ব্যবস্থান করেন। এরপর সভাপতি জাহেদের পরিবারের ওপর কয়েকবার হামলার চেষ্টা চালানো হয়। এ ঘটনার দুই দিন পর ২৪ জানুয়ারি ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন তিনি। 

জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৫ ফেব্রুয়ারি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলার এজাহারের আটজন আসামি জামিন নেয়। কয়েক দিন আগে মামলা প্রত্যাহার না করলে ওই বাগান দখল করবে বলে। বাগানে গেলে বাগানেই কবরস্থান করে আমাকেসহ পুরো পরিবারকে হত্যা করে গুম করে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। আমি পরিবারে নিরাপত্তা চাই।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত