নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী পথসভায় হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাপক ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে সমর্থকেরা পথসভায় যোগ দেয়। সভা চলাকালে একদল হেলমেট বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলি করে হামলাকারীরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক জানান, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানে বাড়ির পাশে তাঁর স্ত্রীসহ তাঁর নেতৃত্বে আমার পক্ষে প্রচারণা সভা চলছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম এর ছেলে সাইফুল ইসলাম দিপু ও তাঁর কর্মী সুমনের নেতৃত্বে একদল অস্ত্রধারী এসে সভা বন্ধ করার জন্য হুমকি দিতে থাকে। একপর্যায়ে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এবং চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও তাঁর ছেলে দিপুর মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তাঁরা কল রিসিভ করেননি।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারী যারাই হোক না কেন তাঁদের ছাড় দেওয়া হবে না।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী পথসভায় হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাপক ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে সমর্থকেরা পথসভায় যোগ দেয়। সভা চলাকালে একদল হেলমেট বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলি করে হামলাকারীরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক জানান, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানে বাড়ির পাশে তাঁর স্ত্রীসহ তাঁর নেতৃত্বে আমার পক্ষে প্রচারণা সভা চলছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম এর ছেলে সাইফুল ইসলাম দিপু ও তাঁর কর্মী সুমনের নেতৃত্বে একদল অস্ত্রধারী এসে সভা বন্ধ করার জন্য হুমকি দিতে থাকে। একপর্যায়ে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এবং চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও তাঁর ছেলে দিপুর মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তাঁরা কল রিসিভ করেননি।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারী যারাই হোক না কেন তাঁদের ছাড় দেওয়া হবে না।
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেচর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
২২ মিনিট আগেরাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরশুরাম উপজেলা।
২ ঘণ্টা আগে