Ajker Patrika

নোয়াখালী-২: স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভায় গুলি ও ককটেল বিস্ফোরণ 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-২: স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভায় গুলি ও ককটেল বিস্ফোরণ 

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী পথসভায় হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাপক ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে সমর্থকেরা পথসভায় যোগ দেয়। সভা চলাকালে একদল হেলমেট বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলি করে হামলাকারীরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী পথসভায় হামলা।স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক জানান, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানে বাড়ির পাশে তাঁর স্ত্রীসহ তাঁর নেতৃত্বে আমার পক্ষে প্রচারণা সভা চলছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম এর ছেলে সাইফুল ইসলাম দিপু ও তাঁর কর্মী সুমনের নেতৃত্বে একদল অস্ত্রধারী এসে সভা বন্ধ করার জন্য হুমকি দিতে থাকে। একপর্যায়ে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এবং চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী পথসভায় হামলা।এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও তাঁর ছেলে দিপুর মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তাঁরা কল রিসিভ করেননি।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারী যারাই হোক না কেন তাঁদের ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত