Ajker Patrika

ফেসবুকে ‘আজকের পত্রিকার’ নামে ভুয়া আইডি, থানায় জিডি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ০১: ৪৬
ফেসবুকে ‘আজকের পত্রিকার’ নামে ভুয়া আইডি, থানায় জিডি

‘আজকের পত্রিকার’ নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানোর ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ জিডি করেন আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম মিন্টু। জিডি নম্বর-১২৯২। 

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ফেসবুকে ‘আজকের পত্রিকার’ নাম ও লোগো ব্যবহার করে একটি ভুয়া আইডি খোলা হয়। সেখানে গত ২১ মার্চ (সোমবার) ‘যমুনা ব্যাংক রায়পুর শাখায় ভুয়া ব্যাংক কর্মকর্তার দিনে ব্যাংক দালালি, রাতে মাছ চুরি’ শিরোনামে একটি ভুয়া নিউজ প্রচার করা হয়। ক্রেডিট লাইনে লেখা হয়— নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।

‘আজকের পত্রিকার’ রায়পুর প্রতিনিধি ও রায়পুর প্রেস ক্লাব সভাপতি মো. মাহবুবুল আলম মিন্টু বলেন, ‘পত্রিকা ও আমার সুনাম ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই এমন বানোয়াট একটি প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে আমার বিবাদ সৃষ্টি ও ওই ব্যাংক কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা তৈরির অপচেষ্টা থেকেই এ ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে আমার বিশ্বাস।’ 

‘আজকের পত্রিকা’ নাম ও লোগো ব্যবহার করে খোলা ভুয়া আইডিরায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত