Ajker Patrika

‘আমি কি জিনিস আপনি জানেন না’ 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ২২: ২৯
‘আমি কি জিনিস আপনি জানেন না’ 

‘রশিদ সাহেব, রাসেল কী জিনিস ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (আওয়ামী লীগের দপ্তর সম্পাদক) জানে। এমপি সাহেব জানে (হুইপ সামশুল হক চৌধুরী), মুফিজুর রহমান জানে (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), মোতাহের নানা জানে (উপজেলা চেয়ারম্যান), কিন্তু আপনি জানেন না আমি কে? আমি কী জিনিস তা হাড়ে হাড়ে বুঝবেন। বেশি বাড়াবাড়ি করবেন না, আপনাকে দেখিয়ে ছাড়ব।’ 

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতির উদ্দেশে এসব কথা বলেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল। 

গত শুক্রবার রাতে তাঁর বাড়ি আলমদার পাড়া এলাকায় পিতার স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে মামুনুর রশিদ রাসেল এসব কথা বলেন। এদিকে তাঁর বক্তব্যটি কিছুক্ষণ পরই স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতি তাঁর নিজের ফেসবুক আইডিতে আপলোড করলে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাসেলের পিতা মুক্তিযোদ্ধা সামশুল আলম চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যানের আসনে বসার ২১ দিনের মাথায় মারা যান তিনি। উপনির্বাচনে রাসেলকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতি বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন শুরুর পূর্বেই এভাবে হুংকার শুরু করেছেন তিনি। নির্বাচনের দিন কী অবস্থা হবে তা জানি না। তাঁর এ হুংকারে তিনিসহ এলাকার লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।’ 

ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওসমান আলমদার জানান, মামুনুর রশিদ রাসেল কোনো দিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এভাবে বক্তব্য দেওয়া তাঁর ঠিক হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত