Ajker Patrika

ছয় বছরের ছেলে নিয়ে স্ত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে স্বামীর জিডি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৪২
ছয় বছরের ছেলে নিয়ে স্ত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে স্বামীর জিডি

চট্টগ্রামের পটিয়ায় ছেলেসন্তানসহ এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন স্বামী সেলিম উদ্দিন। এ ঘটনায় গত মঙ্গলবার পটিয়া থানায় তিনি জিডি করেন। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) ওই গৃহবধূ নিখোঁজ হন।

সেলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সৌদি আরবে ছিলাম। গত ২ মাস ১৮ দিন আগে সৌদি আরব থেকে দেশে চলে আসি। আমি প্রবাসে থাকা অবস্থায় ফেনীর এক ব্যক্তির সঙ্গে স্ত্রী সম্পর্কে জড়ান।’ 

সেলিম বলেন, ‘আমাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। পরিবার নিয়ে সুখে সংসার চলছিল। এখন সব তছনছ হয়ে গেল। আমার দুই মেয়ে মা ও ভাইয়ের জন্য কাঁদছে। আমি আমার স্ত্রী ও ছেলেকে ফিরে পেতে চাই। আগের মতো তাদের নিয়ে সুখের সংসার করতে চাই।’ 

এ বিষয়ে জানতে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর মা কথা বলতে রাজি হননি। তবে গৃহবধূর চাচাতো ভাই কায়েস কথা বলে আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবাসীর স্ত্রী ও ছেলে নিখোঁজের বিষয়ে নিখোঁজ ডায়েরি করেছে। আমরা তাঁদের উদ্ধারে চেষ্টা করছি।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত