Ajker Patrika

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮: ৪০
খান তালাত মাহমুদ রাফি ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসী। ছবি: খান তালাত মাহমুদের ফেসবুক আইডি থেকে।
খান তালাত মাহমুদ রাফি ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসী। ছবি: খান তালাত মাহমুদের ফেসবুক আইডি থেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাফি নিজেই ছবিসহ বিয়ের ফেসবুকে জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানা যায়, নেত্রকোণা জেলার সন্তান রাফি বরগুনার এক মেয়েকে বিয়ে করেছেন। কনের নাম জান্নাতুল ফেরদৌসী। সবে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।

খান তালাতের এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে পারিবারিকভাবে বিয়ের আয়োজন হচ্ছে। এতে দুই পক্ষের নিকটাত্মীয়রা উপস্থিত রয়েছেন।

খান তালাত মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার জয়পুরের তারিকুল ইসলাম খানের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে মারধরও করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত