Ajker Patrika

সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে জাহাজভাঙা কারখানার শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৩: ৪৯
সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে জাহাজভাঙা কারখানার শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে মো. সিয়াম (১৬) নামে জাহাজভাঙা কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার বার আউলিয়া এলাকার সাগর উপকূলে অবস্থিত তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া এলাকার মো. হারুনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে জাহাজভাঙা কারখানাটির দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মো. ইদ্রিস জানান, রাতে জাহাজভাঙা কারখানার ভেতরে বিদ্যুতের কেব্‌ল খোলার কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সিয়াম। এ সময় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রমজান বলেন, বিদ্যুতায়িত হওয়ার পরে ভাটিয়ারির বিএসবি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত