রাঙামাটি প্রতিনিধি
এক ব্যক্তির বিরুদ্ধে রাঙামাটির কাউখালী বন বিভাগের জায়গা বেদখল করে বাড়িঘর নির্মাণ, বাগান সৃষ্টি ও ইটভাটায় মাটি বিক্রি করে একটি অংশে বাঁধ দিয়ে পুকুর করার অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যক্তির নাম মোহাম্মদ আবু বকর ওরফে বাহাদুর। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তবে তাঁর দাবি, তাঁর পৈতৃক জমিই ভোগদখল করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সোনাইছড়ি গ্রাম। সেখানে কয়েক শ পাহাড়ি ও বাঙালি পরিবারের বাস।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোনাইছড়িতে বন বিভাগের ১ হাজার ৭০০ একর বনভূমি রয়েছে। পাশাপাশি সরকারি খাস জমি এবং কিছু ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. খোরশেদ ও মো. জসিম উদ্দিন বলেন, ‘কোনটা সরকারের খাস জমি, কোনটা রেকর্ডভুক্ত জমি, কোনটা বন বিভাগের জমি তা তো আমরা জানি না। কিন্তু কয়েক বছর আগে থেকে এখানে বাইরের লোকজন এসে বন বিভাগের ভূমি বেদখল করে ভোগ করছে।
বন বিভাগ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
অভিযোগ অস্বীকার করে আবু বকর বলেন, ‘আমি পৈতৃক জমি ভোগদখল করছি। এটি বন বিভাগের নয়। আমি ২০১১ সালে পোমরা ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হই।
আমি পোমরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। বর্তমানে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে আছি। সোনাইছড়ি আমার পিতার পূর্ব পুরুষদের জমি আছে। তা ছাড়া আমি সেখানে আরও ৫ কানি জমি কিনেছি। রেকর্ড করার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই আবু জাফর সেই জমি দেখাশোনা করে। আমি সেখানে যাই না।’
জানতে চাইলে আবু জাফর বলেন, ‘আমাদের পূর্ব পুরুষরা এই এলাকায় এসে জায়গা জমি চাষাবাদ করে বাগান সৃজন করে ভোগদখল করে আসছিলেন এবং আমাদের রেকর্ড আছে।’
বেতবুনিয়া ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য নীলমনি চাকমা বলেন, ‘আবু বকর ও তাঁর ভাইয়েরা এই এলাকায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু তাঁদের রেকর্ড আছে কিনা সেটা বলতে পারব না।’
পোমরার বিট কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘আমি নোটিশ করেছি। নোটিশের সময় পার হয়ে গেছে। আবু জাফর ৭ / ৮ দিন পরে এসে আবার সময়ের আবেদন করেছে। তারা জমির কোনো কাগজপত্র এখনো আমাদের দেখাতে পারেনি।’
রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুলেশ্বর দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। আমি সাথে সাথে পোমরার বিট অফিসারকে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তিনি এখনো আমাকে লিখিতভাবে কোনো রিপোর্ট দেননি।’
এক ব্যক্তির বিরুদ্ধে রাঙামাটির কাউখালী বন বিভাগের জায়গা বেদখল করে বাড়িঘর নির্মাণ, বাগান সৃষ্টি ও ইটভাটায় মাটি বিক্রি করে একটি অংশে বাঁধ দিয়ে পুকুর করার অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যক্তির নাম মোহাম্মদ আবু বকর ওরফে বাহাদুর। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তবে তাঁর দাবি, তাঁর পৈতৃক জমিই ভোগদখল করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সোনাইছড়ি গ্রাম। সেখানে কয়েক শ পাহাড়ি ও বাঙালি পরিবারের বাস।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোনাইছড়িতে বন বিভাগের ১ হাজার ৭০০ একর বনভূমি রয়েছে। পাশাপাশি সরকারি খাস জমি এবং কিছু ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. খোরশেদ ও মো. জসিম উদ্দিন বলেন, ‘কোনটা সরকারের খাস জমি, কোনটা রেকর্ডভুক্ত জমি, কোনটা বন বিভাগের জমি তা তো আমরা জানি না। কিন্তু কয়েক বছর আগে থেকে এখানে বাইরের লোকজন এসে বন বিভাগের ভূমি বেদখল করে ভোগ করছে।
বন বিভাগ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
অভিযোগ অস্বীকার করে আবু বকর বলেন, ‘আমি পৈতৃক জমি ভোগদখল করছি। এটি বন বিভাগের নয়। আমি ২০১১ সালে পোমরা ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হই।
আমি পোমরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। বর্তমানে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে আছি। সোনাইছড়ি আমার পিতার পূর্ব পুরুষদের জমি আছে। তা ছাড়া আমি সেখানে আরও ৫ কানি জমি কিনেছি। রেকর্ড করার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই আবু জাফর সেই জমি দেখাশোনা করে। আমি সেখানে যাই না।’
জানতে চাইলে আবু জাফর বলেন, ‘আমাদের পূর্ব পুরুষরা এই এলাকায় এসে জায়গা জমি চাষাবাদ করে বাগান সৃজন করে ভোগদখল করে আসছিলেন এবং আমাদের রেকর্ড আছে।’
বেতবুনিয়া ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য নীলমনি চাকমা বলেন, ‘আবু বকর ও তাঁর ভাইয়েরা এই এলাকায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু তাঁদের রেকর্ড আছে কিনা সেটা বলতে পারব না।’
পোমরার বিট কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘আমি নোটিশ করেছি। নোটিশের সময় পার হয়ে গেছে। আবু জাফর ৭ / ৮ দিন পরে এসে আবার সময়ের আবেদন করেছে। তারা জমির কোনো কাগজপত্র এখনো আমাদের দেখাতে পারেনি।’
রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুলেশ্বর দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। আমি সাথে সাথে পোমরার বিট অফিসারকে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তিনি এখনো আমাকে লিখিতভাবে কোনো রিপোর্ট দেননি।’
রাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৪ মিনিট আগেজনগণের জানমালের রক্ষায় করণীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, খারাপ প্রকৃতির কোনো মানুষকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৯ মিনিট আগেদলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
১৭ মিনিট আগেহবিগঞ্জের আজমিরীগঞ্জে গত বছরের বন্যায় ভেঙে যাওয়া কৈয়ার ঢালা স্লুইসগেটের সংযোগ সড়ক এখনো মেরামত করা হয়নি। দীর্ঘ আট মাস পার হলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় তিন উপজেলার কৃষকেরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে আগাম বৃষ্টিপাতে কুশিয়ারা নদীর পানি ঢুকে হাওরের হাজার হাজার...
২১ মিনিট আগে