Ajker Patrika

'আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে'

উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২২: ১২
'আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে'

'আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে, আমরা তাঁর মতো নেতা আর পাব না।' রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জানাজা শেষে এভাবেই অশ্রু জড়িত কণ্ঠে বলছিলেন রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জমিল। 

আজ বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এর ২ নম্বর কেন্দ্রে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নেয় বিপুলসংখ্যক মানুষ। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়ায় অবস্থিত নিজ অফিসে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গাদের এ নেতাকে। 

জানাজায় অংশ নেওয়া আরেক রোহিঙ্গা আব্দুল হাকিম বলেন, ‘মুহিবুল্লাহর চলে যাওয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল ক্ষতি হয়েছে। এই ক্ষতি কখনো পূরণ হবে না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রোহিঙ্গাদের অধিকারে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি।’ 

 ১৪ এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’ 

উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গণমাধ্যম কে জানিয়েছিলেন মিয়ানমারে ইউএনজি সরকার গঠন হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে। সে লক্ষ্যে ইউএনজি সরকারের সঙ্গে একটি চুক্তিও করেন রোহিঙ্গারা। কিন্তু বুধবার মুহিবুল্লাহর সেই সকল আশা কেড়ে নেয় সন্ত্রাসীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত