Ajker Patrika

বান্দরবানের ৬ ব্যবসায়ী পেলেন সেরা করদাতার সম্মাননা 

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ০৫
বান্দরবানের ৬ ব্যবসায়ী পেলেন সেরা করদাতার সম্মাননা 

বান্দরবান পার্বত্য জেলার ছয়জন ব্যবসায়ী ২০২১-২২ করবর্ষের সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। গতকাল দুপুরে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম। 

সেরা করদাতা হলেন বান্দরবানের পরিবহন ও ঠিকাদার ব্যবসায়ী কাজল কান্তি দাশ, ঠিকাদার ব্যবসায়ী মো. নুরুল আবছার, মোহাম্মদ আলী, রাজু বড়ুয়া, হুরে জান্নাত হুরাইন ও সায়েদ মো. জুয়েল। 

জানা গেছে, গতকাল চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকেও এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

সহকারী কর কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুবুল আলম, কর কমিশনার (অঞ্চল-৪) এম এম ফজলুল হক, কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল-৩) মো. মাহমুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত